স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতা ইউনিয়নের ৪নংওয়ার্ডে মাদক কারবারি ও সন্ত্রাসীদের সামাজিক ভাবে প্রতিরোধ করার লক্ষ্যে সাত সমাজের মসজিদ কমিটি ও ঈমামদের উদ্যোগে স্থানীয় মুসুল্লিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(৭ জানুয়ারী) বিকালে উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন পাড়াগাঁও পশ্চিমপাড়া মসজিদের সভাপতি হাবিবুর রহমান।এসয়ম পাড়াগাঁও মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়ার সন্ঞ্চালনায় মতবিনিময় সভা বক্তব্য রাখেন পাড়াগাঁও পূর্বপাড়া জামে মসজিদের সহ সভাপতি সেকান্দর আলী,হাজিবর রহমান,পাড়াগাঁও মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি হাজী শফিউল্লাহ মোক্তার,পাড়াগাঁও পশ্চিমপাড়া মসজিদে সাধারণ সম্পাদক হাজী জাকির খন্দকার,লাভরাপাড়া জামে মসজিদের সভাপতি নুরে আলম মিয়া,সাধারণ সম্পাদক ওসমান গণি,লাভরাপাড়া উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া,ঠাকুর বাড়ির টেক জামে মসজিদের সভাপতি কবির হোসেন,সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া,পাড়াগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদের ঈমাম মাওলানা আকরাম হোসেন,পাড়াগাঁও বাজার মসজিদের ঈমাম তৈবুর রহমান সহ স্থানীয় মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, পাড়াগাঁও এলাকাটি রাজধানীরঘেষা হওয়ায় প্রতিদিন শহর থেকে মাদকসেবীরা বাইকযোগে এ সব গ্রামে মাদকসেবন করতে আসে। এ সুযোগে প্রায় ২০ থেকে ৩০ টি পরিবার সরাসরি মাদক ব্যবসার করে আসছে। এসব নিয়ে বিগত দিনে রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রতিবাদ করেও লাভ হয়নি।এখন এলাকার মুসুল্লি ও সচেতন বাসিন্দারা একাট্রা হয়ে মাদক কারবারি ও সন্ত্রাসীদের সামাজিক ভাবে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি।
এ সময় স্থানীয় ঈমাম ও মসজিদ কমিটির সদস্যরা প্রতিশ্রুতি দিয়ে বলেন, এ সাত সমাজে কোন মাদককারির সাথে কেউ আত্নীয়তা, সুসম্পর্ক বজায় রাখবো না বরং তাদের মাদক কারবার বন্ধ করতে কঠোরভাবে সামাজিক আন্দোলন করে যাবো প্রয়োজনে কোন মাদক কারবারির জানাযার নামাজে অংশগ্রহণ করবো না।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply