স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে বাধা দেয়ায় ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মিয়াকে হত্যার চেষ্টায় কুপিয়ে গুরুতর জখম করেছে মাদক কারবারি শাহীন ও তার লোকজন। শনিবার রাতে উপজেলার পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে যুবদল নেতা হানিফের উপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনায় জড়িত মাদক কারবারি শাহীনসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে রবিবার বিক্ষোভ করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসী।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শনিবার বিকালে পাড়াগাও এলাকার ফাঁর্নিচার ব্যবসায়ী রাসেল মিয়ার কাছে মাদক ব্যবসায়ী শাহীন চাদা দাবি করে। চাদার টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় সে। বিষয়টি রাসেল মিয়া যুবদল নেতা হানিফকে জানালে হানিফ শাহীনকে জিজ্ঞাসা করলে এ নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহীনসহ তার লোকজন পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হানিফকে গুরুতর জখম করে। হানিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে যুবদল নেতা হানিফকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি শাহীনসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রবিবার(৫ জানুয়ারী)বেলা ১১ টারদিকে মুড়াপাড়া- ভুলতা সড়কের পাড়াগাঁও এলাকায় বিক্ষোভ করে স্থানীয় যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসী। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বক্তব্য রাখে,পাড়াগাও এলাকার রাসেল মিয়া,সিরাজুল ইসলাম শেরু,ফালান মিয়া,ফায়জ আহম্মেদ,সাদি,রেহেনা।এসয়ম উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া নাসিম,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া,রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ,রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম হৃদয়, মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাওন শাকিল ভূঁইয়া,ভূলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহম্মেদ নুরু,সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম আরিফ, সহ সভাপতি মোমেন মিয়া,ভূলতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল মিয়া,সাধারণ সম্পাদক ইসমাইল মিয়া,ভূলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল রহিম ভূইয়া রাসেল প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply