ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের গোপন সংবাদের ভিত্তিতে মেঘনায় বালু বোঝায় বল্কগেড থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় আটক করেন নৌ ফাঁড়ি থানা পুলিশ ।
এসময় বল্কগেডে অভিযান চালিয়ে সুকানিসহ ৪ জনকে আটক করা হয় । আটকৃতরা হলেন, সুনামগঞ্জ সদর জেলার বালিকান্দি গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে কামাল মিয়া , একই জেলার মইনপুর গ্রামের সয়ফুল মিয়ার ছেলে জিহান , বল্কগেডের সুকানি বরগুনা জেলার ডালভাঙ্গা এলাকার রশিদ মিয়ার ছেলে রুবেল , একই জেলার চরগাজি গ্রামের সোহরাব হোসেনের ছেলে সহকারি সুকানি মিজানুর রহমান । শুক্রবার সন্ধ্যায় ভৈরবের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০২ বস্তা ভারতীয় চাদর,থ্রি-পিস,শাড়ি,থান কাপড় ও বহনকারী বল্কগেডটি জব্দ সহ ৪ জনকে আটক করা হয়।
নৌপুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধার সময় সিলেটের সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বালু বোঝাই একটি বল্কগেডে অভিযান চালিয়ে ১০২ বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করে ভৈরব নৌ ফাঁড়ি থানা পুলিশ।
এ বিষয়ে ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির থানার ওসি, রাশেদুজ্জামান জানান , গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালু বোঝাই বল্কগেড থেকে ১০২ বস্তা ভারতীয় কাপড়সহ ৪ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় উদ্ধারকৃত ভারতীয় কাপড়ের বাজার দর জেনে সিজার লিস্ট তৈরি করে মামলার দায়ের করা হবে। পরবর্তীতে জানা যাবে আটকৃত ভারতীয় কাপড়ের আনুমানিক বাজার দাম।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply