ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় ভৈরব থানায় রুজুকৃত মামলার আসামী সাবেক কাউন্সিলর আশরাফুল আলম (৫২)’কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ঘটিকায় পৌর শহরের জগন্নাথপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মামলার এফআইআর ভুক্ত আশরাফুল আলম জগন্নাথপুর এলাকার মৃত দলিল উদ্দিন আহমেদ দুলা মিয়া,ছেলে।
উল্লেখ্য গত (১৯ জুলাই) দুপুর অনুমানিক ২ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। উক্ত গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এবং এতে বেশ কিছু লোক আহত হয়।
র্যাব-১৪ জানায়
উক্ত ঘটনায়, মামুন মিয়া(৩১) বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬/৩০৮, তারিখ-০৭/০৯/২০২৪ খ্রি. ধারাঃ ৪(১)/৫ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন (সংশোধনী/২০১৯) তৎসহ ৩০৭/৩২৬/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলা রুজুর পর র্যাব-১৪,সিপিসি-২, ভৈরব ক্যাম্প আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম শুরু করে ।
ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply