মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

ভৈরবে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে সেনাবাহিনী পুলিশ র‍্যাব ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা সন্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠিত এসভায় উপস্থিত ছিলেন ভৈরব সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লেঃ কর্নেল ফারহানা আফরীন, ক্যাপটেন মোঃ রায়হান রেজা, উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত)  রেদোয়ান আহমেদ রাফি, র‍্যাব কমান্ডার মোঃ শহীদুল্লাহ, ভৈরব  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, তাজুল ইসলাম ভৈরবী, মোঃ সুমন মোল্লা, কাজী ইসফাক আহমেদ বাবু, সত্যজিৎ দাস ধ্রুব, মোঃ আলাউদ্দিন, সজীব আহমেদ, নজরুল ইসলাম রিপন, আরিফুল ইসলাম মামুন, এম আর রুবেল, মিল্লাদ হোসেন অপু,আফসার হোসেন তুর্জা, ইমন মাহমুদ লিটন, সোহানুররহমান সোহান,শামীম আহমেদ, এম এ হালিম, জ ই পরশ সহ আরো অনেকে। 

সভায় লেঃ কর্নেল ফারহানা আফরীন বলেন, ২০০৯ সাল থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সরকার যতগুলি অস্ত্রের লাইসেন্স দিয়েছিল তা থানায় জমা দিতে বলা হয়েছে । এছাড়া ভৈরব থানা থেকে দুর্বত্তরা সব অস্ত্র লুট করার পর অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হলেও এখনও কিছু অস্ত্র উদ্ধার হয়নি । এসব অস্ত্র থানায় জমা দেয়ার তারিখ শেষ হয়েছে । আজ বৃহস্পতিবার থেকে যৌথ বাহিনী অবৈধ  অস্ত্র উদ্ধারে অভিযানে নামবে বলে তিনি জানান।

এছাড়া সভায় ভৈরবে মাদক ব্যবসা, চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাইসহ নানা অপরাধ নিয়ে সাংবাদিকগন সভায় বক্তব্য  রাখেন। এসব দমনেও যৌথ বাহিনীকে তথ্য দিয়ে সহযোগীতা করতে লেঃ কর্নেল ফারহানা আফরীন  অনুরোধ করেন । এসময় সাংবাদিকগন তথ্য দেয়ার আশ্বাস প্রদান করেন।

এ সময়  সাংবাদিকদের মধ্য যুগান্তর সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম ভৈরবী, সমকাল পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম রিপন, সাংবাদিক মোঃ আলাল উদ্দিন, এশিয়ান টিভির প্রতিনিধি সজীব আহমেদ, এম আর রুবেল, এম এ হালিম বক্তব্য রাখেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS