নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের প্রয়াত সাবেক সভাপতি মোহাব্বত হোসেন নয়ন খানের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার পূর্বগ্রাম ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা যুবদল।
স্মরণসভায় মোহাব্বত হোসেন নয়ন খানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
পরে মোহাব্বত হোসেন নয়ন খানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিতি ছিলেন কায়েতপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন খান, নাছির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, খোকন, সালাউদ্দিন, আলমগীর হোসেন, ইকবাল হোসেন, আজগর ভূইয়া, আনিস খান, সাইদুর রহমান, সাখাওয়াত খান, মাহফুজুর রহমান ডালিম, সুমন ব্যাপারী, রবিউল, খাইরুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply