রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সীমান্তে চোরাচালান সিন্ডিকেট গড়ে গরু প্রতি ১ হাজার টাকা আদায় করছেন ওসি  সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ ফ্যাসিবাদের জননী দেশ ছেড়ে পালিয়েছে: ভিপি নূর বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় ইসরায়েলের পক্ষে সংবাদ প্রকাশ করছে বিবিসি, নিজেদের শতাধিক কর্মীর চিঠি খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে সবচেয়ে খুশি হতো সাবিহউদ্দিন : মির্জা ফখরুল সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কারাগারে সকলের সাথে সমন্বয় করেই বাজারের জন্য ভালো কিছু করতে চাই: বিএসইসি চেয়ারম্যান আ.লীগ আমলে বছরে ১২-১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে: টিআইবি

স্বাধীনতা বিরোধী চক্র এখনও নানাভাবে দে‌শ বি‌রোধী ষড়যন্ত্র করে যাচ্ছে

শাকিল আহম্মেদ
  • আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২২১ Time View

স্টাফ রিপোর্টার: বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, “যারা মহান স্বাধীনতা যু‌দ্ধের বি‌রোধীতা ক‌রে‌ছিল, তারাই পরবর্তী‌তে ১৯৭৫ সা‌লে জা‌তির‌পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান‌কে হত্যা ক‌রে‌ছিল। এখনও তারাই আওয়ামীলীগ সরকা‌রের পতনের ষড়যন্ত্র কর‌ছে। এই ষড়যন্ত্র‌কে মোকা‌বেলা ক‌র‌তে হ‌বে।”

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে বৃহস্প‌তিবার (১ আগষ্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়নের ৯ টি স্থানে আলাদাভাবে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে অনু‌ষ্ঠিত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরনী অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন উ‌ল্লেখ ক‌রে গোলাম দস্তগীর গাজী আরও বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে স্বাধীনতা এনে দিয়েছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলছেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য। বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয় নি। বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের ব্যাঘাত ঘটাতে বিএনপি-জামায়াত চক্র দেশে নানা ষড়যন্ত্র কর‌ছে। তাই সবাই‌কে সতর্ক থাক‌তে হ‌বে।”

চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন আওয়ামীলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি আমির হো‌সে‌ন এর সভাপতিত্বে এসব অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান হা‌বিবুর রহমান হা‌বিব, রূপগঞ্জ উপজেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান,কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলী, চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সমশের আলী খান, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সা‌বেক সিনিয়র সহসভাপতি সাহাবু‌দ্দিন, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক চান মিয়া, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক,চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক স্বার্ণালী আক্তার,চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন যুবমহিলালীগের সভাপতি নাজমীন সুলতানা সহ অ‌নে‌কে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS