নিজস্ব প্রতিবেদকঃ শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. দেশের স্বনামধন্য আইটি কোম্পানি ইরা ইনফোটেক লিমিটেড এর সাথে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম ‘পিপল হাব’ বাস্তবায়নের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
২৩ মে ২০২৪ তারিখে স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোহন মিয়া এবং ইরা ইনফোটেকের সিইও মোঃ আবদুল মাবুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
‘পিপল হাব’ এর যথাযথ ব্যবহারের মাধ্যমে স্ট্যান্ডার্ড ব্যাংক সর্বোচ্চ দক্ষতার সাথে কর্মসম্পাদন মূল্যায়নসহ কর্মীবৃন্দের যাবতীয় তথ্য ব্যবস্থাপনা করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান, ইভিপি ও সিআইটিও সুফী তোফায়েল আহমেদ, ভিপি ও হেড অব এইচআরডি মাসুদ হাসান এবং ইরা ইনফোটেকের সিটিও তৌহিদুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply