রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র জেনুইন পণ্য এখন চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৩২ Time View

নিজস্ব প্রতিবেদক: জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র জেনুইন পণ্য নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে একসঙ্গে চারটি শোরুম চালু করল সনি-স্মার্ট। বাংলাদেশে জাপানের সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিঃ, যা সনি-স্মার্ট নামে সর্বাধিক পরিচিত।

চট্টলাবাসীর মাঝে অনেক বেশি ঈদের খুশি ছড়িয়ে দেয়ার লক্ষ্যে নগরীর আগ্রাবাদ, নিউমার্কেট, লালখান বাজার ও হালিশহর এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব শোরুম চালু হয় বৃহস্পতিবার (০৪ এপ্রিল)। সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান জনাব রিকি লুকাস এবং সনি-স্মার্ট পরিচালক জনাব তানভীর হোসেন ফিতা কেটে চট্টগ্রামের শোরুমগুলো আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সনি-স্মার্ট মহাব্যবস্থাপক ও বিক্রয় বিভাগের প্রধান জনাব সারোয়ার জাহান চৌধুরী এবং বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক জনাব আজাদ রহমান।

চট্টগ্রামে সনি-স্মার্ট শোরুম উদ্বোধন উপলক্ষ্যে চাঁদ রাত পর্যন্ত কেনাকাটায় থাকছে ‘স্পিন অ্যান্ড উইন’-এর মাধ্যমে নিশ্চিত উপহার জেতার সুযোগ। এর মাধ্যমে ক্রেতারা পাচ্ছেন মালদ্বীপ ভ্রমনের টিকেট, ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় স্টেকেশন সুবিধাসহ অসংখ্য পুরষ্কারের মধ্যে যেকোনো একটি জেতার নিশ্চিত সুযোগ।

এছাড়াও চট্টগ্রামের শোরুমগুলো থেকে সারা দেশের মতোই সুপার মাইন্ড-ব্লোয়িং ঈদ অফারের আওতায় মন ভুলানো দামে মিলছে জাপানের বিশ্বখ্যাত সনি-ব্রাভিয়া এক্সআর লেটেস্ট ‘এল’ সিরিজ গুগল টিভি, জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্ট-এর সকল পণ্য। এই যেমন সনি’র ৪৩ ইঞ্চি ফোর-কে অ্যান্ড্রয়েড টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৫৫ হাজার টাকায়, স্মার্ট ব্র্যান্ডের ৪৩ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভির দাম মাত্র ২৫ হাজার টাকায় এবং বান্ডেলে যেকোনো সনি টিভির সঙ্গে সনি’র এসআরএস-এক্সজি৫০০ মডেলের পোর্টেবল ওয়্যারলেস পার্টি স্পিকার মিলছে মাত্র ৩৫ হাজার টাকায়।

সনি-স্মার্ট জি-ফাইভ পলিসির আওতায় জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন কেয়ার এবং জেনুইন প্যাশন নিশ্চিত করে বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বাজারজাত করে যাচ্ছে। সনি-স্মার্টের জি-ফাইভ নীতি সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত সনি’র আন্তর্জাতিক ব্যবসা সম্মেলনে শক্তিশালী ক্রেতা স্বার্থ সুরক্ষা নীতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। সনি-স্মার্টের জি-ফাইভ নিশ্চয়তায় ক্রেতাদের আস্থা আর বিশ্বাসের প্রমাণ মিলেছে চট্টগ্রামের শোরুমগুলো চালুর দিনেই। উদ্বোধনের শুরুতেই জেনুইন মূল্যে, জেনুইন পণ্য আর সেবার নিশ্চয়তায় সুপার মাইন্ড ব্লোয়িং ঈদ অফার উপভোগ করতে সনি-স্মার্টের শোরুমগুলোতে উপচে পড়া ভীড় ছিল ক্রেতাদের। এদিন টেলিভশন ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশী দেখা গেছে।

শোরুমগুলোর উদ্বোধনী বক্তব্যে সনি ইন্টারন্যাশনাল লিঃ-এর বাংলাদেশ শাখার প্রধান জনাব রিকি লুকাস জানান, সনি-স্মার্ট একসঙ্গে বাংলাদেশের সনি-প্রেমীদের জন্য আসল পণ্য সরবরাহে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ক্রেতা স্বার্থ সংরক্ষণে গৃহীত সনি-স্মার্টের জি-ফাইভ নীতি সনি’র আন্তর্জাতিক ব্যবসা সম্মেলনে শক্তিশালী ক্রেতা স্বার্থ সুরক্ষা নীতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। চট্টগ্রামের বাসিন্দাদের তিনি এই মর্মে নিশ্চিত করেন যে, সনি-স্মার্ট শোরুম থেকে তাঁরা নিশ্চিন্তে সনি’র প্রকৃত পণ্য পাবেন।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টি ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, যার পরিচিতি সনি-স্মার্ট নামে।

যাত্রার শুরু থেকেই সনি-স্মার্ট জেনুইন ফাইভ (জি-ফাইভ) নীতি গ্রহণ করে। এর আওতায় জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন প্যাশন আর জেনুইন কেয়ার নিশ্চিত করছে সনি-স্মার্ট। দেশের বাজারে যাত্রার পরে অল্প সময়েই ক্রেতাদের আস্থার চূড়ায় পৌঁছে গেছে সনি-স্মার্ট। জেনুইন সনি পণ্যের নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে বর্তমানে ক্রেতাদের একমাত্র পছন্দ সনি-স্মার্ট। ক্রেতা-মনে গভীর আস্থা এবং বিশ্বাস অর্জন করেছে সনি-স্মার্ট, যা সনি ব্র্যান্ডকে বাংলাদেশের বাজারে আরও শক্তিশালী অবস্থান দিয়েছে।

বর্তমানে সারা দেশে ২৪টি নিজস্ব শোরুম, ২০০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট। এ বছরের মধ্যে নিজস্ব শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক ছোঁয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS