মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

প্রতীক বরাদ্দের পর রূপগঞ্জের চনপাড়ায় উপ নির্বাচনে ব্যস্ত ১৬ প্রার্থী 

শাকিল আহম্মেদ
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৩৮৪ Time View

রূপগঞ্জ প্রতিনিধি: ১২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কারা হেফাজতে মারা যাওয়া  আলোচিত বজলু মেম্বারের ওয়ার্ডে উপ নির্বাচন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীক পেয়ে নুর আলম মুনসহ অন্যান্য প্রার্থীরা স্ব স্ব প্রতীক বরাদ্দের পর আরও ১৫জন প্রার্থী ইতোমধ্যে প্রচার প্রচারনায় নেমেছেন। তারা ওঠান বৈঠকসহ ভোটারদের  দ্বারে দ্বারে ঘুরছেন। নিজের সমর্থন আদায়ে কাজ করছেন।

এ নির্বাচনকে নির্ভিগ্ন করতে ইতোমধ্যে রূপগঞ্জ থানা ও চনপাড়া ক্যাম্প পুলিশের সদস্যরা তৎপর রয়েছেন। ২৮ মে রবিবার বিকালে  এ নির্বাচনে অংশ নেয়া  অন্যতম আলোচিত প্রার্থী  নুর আলম মুন তার নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেছেন। তিনি নিজ বাড়িতে ওঠান বৈঠক শেষে চনপাড়া ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের কাছে তার বরাদ্দকৃত প্রতীক টিউবওয়েল মার্কায় ভোট প্রার্থনা করছেন। এ সময় তার ইশতেহার ঘোষণা করে বলেন, চনপাড়ায় মাদক,সন্ত্রাস আর সব সময় অশান্ত থাকার যে চিরচেনা পরিবেশ তা নির্মূল করা হবে।

নগরবাসিকে শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ওয়ার্ডের উন্নয়নে কাজ করবো। স্থানীয় প্রবীণ ভোটার তোফাজ্জল ইসলাম  বলেন, উপ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মাঝে একমাত্র  উচ্চ শিক্ষিত প্রার্থী হলেন নুর আলম মুন। তিনি জনগণের মনের কথা বুঝেন। তাছাড়া তার পিতা মরহুম আবু তাহের চনপাড়া প্রতিষ্ঠাকালীন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এছাড়া নুর আলম মুন নিজেও উপজেলা আওয়ামীলীগের বর্তমান  কার্যকরী কমিটির সদস্য। এদিকে তালা প্রতীক পেয়ে চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি  এসএম শফিকুল ইসলাম জাহিদসহ অন্যন্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। স্থানীয় ভোটাদের দাবী, সব সময় নানা কারনে চনপাড়ায় রাজনৈতিক অশান্তি বিরাজ করায় ভোট শান্তিপূর্নভাবে হওয়া নিয়ে সংঘর্ষের আশঙ্কা করছেন। পাশাপাশি অনিরাপদ থাকলে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটা দেয়ার ভয় রয়েছে। তবে ভয়ভীতিহীন শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছেন রূপগঞ্জ থানা পুলিশ। 

এ বিষয়ে চনপাড়া পূনর্বাসন কেন্দ্রের পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক মামুন   বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশের বিপুল পরিমাণ সদস্যসহ, অন্যান্য আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা পোষাকে ও সাদা পোষাকে তৎপর রয়েছেন। কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরীর সুযোগ নাই।

এরআগে এ ওয়ার্ডের দায়িত্বরত ইউপি সদস্য বজলুর রহমান বজলুর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায়  নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। ওই সময় হৃদযন্ত্র বিকল হয়ে তিনি মারা গেলে এ ওয়ার্ড আগামী ১২ জুন ভোট গ্রহণের তারিখ নির্ধারন করেন নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS