শহীদ আফ্রিদি ও শাহিন আফ্রিদি; একজন সাবেক কিংবদন্তি অলরাউন্ডার, অন্যজন বর্তমান তারকা পেসার। নামের মধ্যে তাদের বেশ মিল। নামের মিল থেকে এবার পারিবারিকভাবেও মিল হয়ে গেল তাদের। যদিও বছর দেড়েক আগে থেকেই বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা ছিল।
শহিদ আফ্রিদির পাঁচ মেয়ে। তাদের মধ্যে আনশা দ্বিতীয়। আনশা ছাড়া বাকিরা হলেন- আকসা, আজওয়া, আসমারা এবং আরওয়া। জানা গেছে, ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি টান রয়েছে আনশার। বাবার খেলা দেখতে মাঝে মধ্যেই মাঠে আসতো সে।
প্রসঙ্গত, শাহিন আফ্রিদি ২০১৮ সালের এপ্রিলে টি-টোয়েন্টি খেলার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান। একই বছরের ডিসেম্বরে টেস্ট ক্রিকেটেও অভিষেক হয় তার। এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে ২৫ টেস্টে ৯৯, ৩২ ওয়ানডেতে ৬২ ও ৪৭ টি-টোয়েন্টিতে ৫৮ উইকেট শিকার করেছেন তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply