
বাংলাদেশ ব্যাংকের এনএফআইএস এডমিনিস্ট্রেটিভ ইউনিট (এনএইউ) এর উদ্যোগে ০৩ জানুয়ারি, ২০২৬ তারিখ শনিবার রাঙ্গামাটি জেলার পর্যটন হলিডে কমপ্লেক্সে আর্থিক পরিষেবা বঞ্চিত নারীদের বিভিন্ন আর্থিক পরিষেবা সম্পর্কে অবহিতকরণ এবং আর্থিক পরিষেবার আওতায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে এনএইউ এর পরিচালক শায়েমা ইসলাম-এর সভাপতিত্বে “নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণ” বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। এনএইউ এর অতিরিক্ত পরিচালক শাহানা ফেরদৌসী এর সঞ্চালনায় ইউএনডিপি-এর জেন্ডার স্পেশালিস্ট নাহিদ শারমিন এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি-এর পরিচালক সুতপা চৌধুরীসহ আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত কর্মশালার আলোচনায় অংশগ্রহণ করেন। বক্তারা অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের গুরুত্ব তুলে ধরে প্রান্তিক নারীদের আর্থিক সেবার বর্তমান চিত্র, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং তা উত্তরণের উপায় নিয়ে বিশদ আলোচনা করেন। এছাড়া বক্তারা নারীদের জন্য বিশেষ ঋণ সুবিধা, ডিজিটাল আর্থিক সেবা ও ই-কমার্স এর সুযোগ বৃদ্ধির ওপর জোর দেন। পাশাপাশি আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং নারীবান্ধব অন্তর্ভুক্তিমূলক নীতিমালা প্রণয়নের মাধ্যমে আর্থিক সেবার সহজলভ্যতা নিশ্চিত করার আহবান জানানো হয়।
কর্মশালা প্রাঙ্গণে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের বিশেষ বুথ স্থাপন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রান্তিক নারীদের সাথে নিয়ে ডেপুটি গভর্নর মহোদয় বুথসমূহ পরিদর্শন করেন। এছাড়া সুবিধা বঞ্চিত নারী ও স্থানীয় নারী উদ্যোক্তারা কর্মশালায় তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। একই সাথে অংশগ্রহণকারীদের জন্য একটি সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, এমএফএসপি ও ক্ষুদ্র ঋণ সংস্থার প্রতিনিধিসহ মোট ১২০ জন এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply