(রাজবাড়ী) প্রতিনিধি মেহেদী হাসানঃ রাজবাড়ীর পাংশা থানা পুলিশের পৃথক অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে ২টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড গুলি, ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা।
গত ৪ জুলাই (সোমবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
আসামি আরিফুল ইসলাম (৩৩) এর কাছে থাকা ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়, তিনি উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের মৃত আজাহার আলী শেখ এর ছেলে।
অন্যদিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের আফতাব মন্ডলের ছেলে আশরাফুল মন্ডল (৩৫) কে ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলিসহ একই গ্রামের নজরুলের মেহগনি বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী বাহিনীর প্রধান ওহাব এর সেকেন্ড ইন কমান্ড আশরাফুল মন্ডল (আশা) কে অস্ত্র গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। এই আশরাফুল মন্ডলের নামে পাংশা থানায় সাতটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply