ঢাকা, বাংলাদেশ – ২৭ নভেম্বর, ২০২৫: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. ও সিগাল হোটেলস লিমিটেডের মধ্যে একটি ব্যবসায়িক অংশীদারিত্ব চুক্তি সম্প্রতি কক্সবাজারে সিগাল হোটেলসে স্বাক্ষরিত হয়েছে। উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদতের নেতৃত্বে ব্যাংকের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছিলেন- হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং হেড অব এডিসি ও হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান।
কমিউনিটি ব্যাংকের পক্ষে হেড অব কার্ডস জাহির আহমেদ এবং সিগাল হোটেলস এর চিফ অপারেটিং অফিসার গাজী খুরশিদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া সিগাল হোটেলস এর রুমস ডিভিশন ম্যানেজার খান মোহাম্মদ জায়েদ, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার সালেকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আইটি ম্যানেজার মো. রকিবুল ইসলাম এবং সিনিয়র অ্যাকাউন্টস অফিসার আরিফুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের ফলে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, কার্ডধারী, কর্মকর্তা- কর্মচারী ও স্টেকহোল্ডাররা সিগাল হোটেলস লিমিটেডে রুম ভাড়ায় সর্বোচ্চ ৫০% পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা এবং অভিজ্ঞতা সমৃদ্ধ করতে হসপিটালিটি সেক্টরের সঙ্গে এমন কৌশলগত অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে জানায় কমিউনিটি ব্যাংক।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply