মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় যশরা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাস জমিতে স্থাপনা উচ্ছেদ করা হয়।
আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার গফরগাঁও উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা এর নির্দেশে গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আমির সালমান রনির উপস্থিতিতে যশরা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবমুক্ত জমিতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পের অধীনে শেড নির্মান করা হবে। উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করে গফরগাঁও থানার পুলিশ টিম। এ সময় যশরা ইউনিয়ন পরিষদের প্রশাসক, গ্রাম পুলিশ, রসুলপুর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাজারে অবস্থিত একটি পুরাতন শেড, বাজারের অফিস কক্ষ ও শৌচাগার স্পট নিলামে বিক্রয় করা হয়। জনস্বার্থে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply