ইতালির রোমে প্রবাসী নারীদের প্রথম আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে চারশত অতিথি আয়োজনে এই জমকালো অভিষেকের মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ। সুদক্ষ আয়োজনের মধ্য দিয়ে নব গঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর ২০২৫ অনাড়ম্বর পরিবেশে রোমের বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা এবং রোম কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এঅভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের সভাপতি শাহীন আক্তার রীনা, পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আখিঁ সীমা কাওসার ও সার্বিক সহযোগিতায় ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক কামনুর নাহার এলি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির ইতালির সাধারণ সম্পাদক জহিরুল আলম।
এতে প্রধান বক্তা ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালি’র উপদেষ্টা তৌহিদ কাদের, বিশেষ বক্তা ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালি’র সভাপতি আলাউদ্দিন শিমুল,বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির সভাপতি আনোয়ারুল আজিম সিমনে, বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সিনিয়র সভাপতি মো. বাহর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল এহসান মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল হক টিপু, বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন, বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক আহ্বায়ক রেজাউল হক মিন্টু, ফেনী জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক একে আজাদসহ বৃহত্তর নোয়াখালীর সিনিয়র নেতৃবৃন্দ।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাহিদা হুদা। নোয়াখালীর ওপর প্রতিবেদন পাঠ করে সংগঠনের সাংগঠনিক সম্পাদক তৃষা সেনগুপ্তা ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার এলি । এ সময় রোমের বিভিন্ন নারী সংগঠনের নারী নেতৃবৃন্দরা এই অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন এই সংগঠনকে স্বাগত জানিয়ে সামনের দিনে একসাথে কাজ করার অঙ্গীকার করেন । তার মধ্যে অন্যতম মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ , মহিলা সংস্থা ইতাল ির সাধারণ সম্পাদক রওশনারা মুন্নি, কমিউনিটি ব্যক্তিত্ব নয়ন আহমেদ সহ আরো অনেক নারী নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন ওনতুন কমিটির সকল নেত্রীবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অনুষ্ঠানের অতিথিরা বলেন, রোম কমিউনিটিতে প্রথম আঞ্চলিক নারী সংগঠন গঠন করে বৃহত্তর নোয়াখালীর নারীরা দৃষ্টান্ত স্থাপন করলেন। নিজের অঞ্চল তথা কমিউনিটির নারী দের সুখ দুঃখে, পাশে থাকবে, এবং কোন নারী যদি কোন সমস্যায় পড়ে তা সম্মিলিত ভাবে সমাধান করবার চেষ্টা করবেন বলে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন।
বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন: সভাপতি শাহীন আক্তার রিনা, সাধারণ সম্পাদক আঁখি সীমা কাউসার, সিনিয়র সহ-সভাপতি নাহিদ হুদা, যুগ্ন সাধারণ সম্পাদক কামরুন নাহার এলি, সাংগঠনিক সম্পাদক তৃষা সেনগুপ্তা, সহ-সভাপতি লাজমি জাবিন তিশা, সাজিদা আক্তার সুরমা, ফারজানা আক্তার, জাকির সুলতানা, সালেহা আক্তার, সুলতানা আক্তার ,আবিদা সুলতানা, ফারজু আজাদ, নুসরাত জাহান, সুলতানা আফসার, রোজিনা আক্তার, শাহান উদ্দিন, আফরোজা আক্তার মিলি, সহ-সাধারণ সম্পাদক রোমানা রুমি, বিলকিস বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক রোকসানা মেবিন, হাবিবা চৌধুরীর সুমি, আফরোজা সিদ্দিকা শেফা, নুসরাত জাহান কাস্পি, দপ্তর সম্পাদক, স্মৃতি ক্রীড়া সম্পাদক, শৌরভি শিল্পী আক্তার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
পরিশেষে সভাপতি অভিষেকের সমাপ্তির ঘোষণা দেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply