বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিআরটিএ এর উদ্যোগে ৩০ নভেম্বর ২০২৫ তারিখ থেকে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্যক্রম চালুকরণ কমিউনিটি ব্যাংক ও সিগাল হোটেলস এর মধ্যে ব্যবসায়ীক চুক্তি স্বাক্ষর কালিয়ায় তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত আইসিসিএলে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের ন্যাশনাল ওয়াচ পার্টি অনুষ্ঠিত গেমিং মনিটর প্রদর্শনে ঢাকায় রোডশো আয়োজন করেছে স্যামসাং তিন দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার ২০২৫ এর শুভ উদ্বোধন সম্পন্ন গফরগাঁওয়ে খাস জমিতে অবৈধ স্হাপনা উচ্ছেদ তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে তেকসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালিত ডিএসই উদ্বোধন করল রেগুলেটরি সাবমিশন মডিউল ও সিএসই অনবোর্ডিং

আইসিসিএলে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের ন্যাশনাল ওয়াচ পার্টি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

এবার বহুল প্রতীক্ষিত ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্লোবাল ফাইনাল ২০২৫-এর চরম উত্তেজনা সরাসরি উপভোগের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের গেমপ্রেমীরা। দেশের ই-স্পোর্টস প্রেমীদের জন্য ন্যাশনাল ওয়াচ পার্টির অনন্য এই আয়োজনটি সম্প্রতি রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডে (আইসিসিএল) অনুষ্ঠিত হয়।

এটি কেবল ওয়াচ পার্টি নয়, বরং গেমিং কমিউনিটির জন্য সুবিশাল মিলনমেলা, যেখানে শত শত ফ্রি ফায়ার গেমের ফ্যানরা একত্রিত হয়ে বিশ্বমঞ্চের রোমাঞ্চকর গ্র্যান্ড ফাইনাল বড় পর্দায় একসাথে উপভোগ করেন। ন্যাশনাল ওয়াচ পার্টির মাধ্যমে ফ্যানরা গেমিং-এর ডিজিটাল জগতের উত্তেজনাকে বাস্তবে অনুভব করার সুযোগ পান। বন্ধুদের সাথে নিয়ে একই ছাদের নিচে বড় পর্দায় ফাইনালের প্রতিটি মুহূর্ত উপভোগ করা, চিৎকার করে নিজেদের প্রিয় দলকে সমর্থন জানানো এবং সম্মিলিত গেমিং উদ্দীপনার অংশ হওয়ার অনন্য এই সুযোগ তৈরি করে দিচ্ছে আইসিসিএল।

আইসিসিএলের বিশ্বমানের এলইডি স্ক্রিন ফ্রি ফায়ার গেমের এই শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানিয়েছেন, ইভেন্টটিতে ফাইনালের লাইভ স্ট্রিমিং ছাড়াও গেমিং ফ্যানদের জন্য বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি, গিফট হ্যাম্পার ও বিশেষ সারপ্রাইজের ব্যবস্থা ছিলো।

এ বিষয়ে আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লা বলেন, “আইসিসিএলে গেমিং ফ্যানদের জন্য উদযাপনের সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের অত্যাধুনিক এলইডি স্ক্রিন, কর্মীদের নিরবচ্ছিন্ন সেবা ও নিরলস প্রচেষ্টা আমাদের ভোক্তাদের জীবনে নতুন অভিজ্ঞতা যোগ করছে বলে আমরা কৃতজ্ঞ।”

দেশের গেমিং কমিউনিটিকে একত্রিত করে এই ধরনের আয়োজন বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ই-স্পোর্টস সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্লোবাল ফাইনালসের জমজমাট এই ন্যাশনাল ওয়াচ পার্টি দেশের ই-স্পোর্টস ফ্যানদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS