জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ শ্রম বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম হিটু’র বড় ভাই সাইফুল ইসলাম পটু ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় তাঁর রূহের মাগফেরাত কামনা করে বলেন, অগ্রজ সাইফুল ইসলাম পটু জাতীয়তাবাদী যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত থাকাকালীন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ গণতান্ত্রিক সকল আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল সর্বমহলে প্রশংসিত। অদম্য সাহসী এই সহযোদ্ধার অভাব সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহ তায়ালা আমাদের সহযোদ্ধা সাইফুল ইসলাম পটুকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন এবং পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের ধৈর্যধারণের তৌফিক দিন। আমিন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply