সরকার আগামী ডিসেম্বরের মধ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ বাস্তবায়ন করতে চায়। বাস্তবায়নের অংশ হিসেবে তিনটি আইন, কিছু বিধি এবং উৎস বিধি পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি গঠন করা হচ্ছে নতুন জনবলকাঠামো।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।
বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের আওতায় চারটি বিভাগ রয়েছে। নতুন অধ্যাদেশ অনুযায়ী বিভাগ করা হবে পাঁচটি। বর্তমানে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) রয়েছে।
নতুন পাঁচ বিভাগের মধ্যে অর্থ বিভাগ, ইআরডি ও এফআইডি থাকবে। বাদ পড়বে আইআরডি। নতুন যুক্ত হবে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এনবিআর নামে কোনো বোর্ড থাকবে না। ফলে চেয়ারম্যান ও সদস্যদের পদ বিলুপ্ত হবে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আইন-কানুন সংশোধনের কাজ চলছে। আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যেই রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ বাস্তবায়ন করা যাবে। তখন নতুন দুই বিভাগে নতুন সচিব আসবেন।’
এনবিআর সূত্রে জানা গেছে, বিদ্যমান মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক আইন, আয়কর আইন এবং শুল্ক আইনের সংশোধনী নিয়ে এনবিআরের তিনটি দল কাজ শুরু করেছে। নতুন অধ্যাদেশ বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহায়তাও সরকার পাবে।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘আইন, বিধি ও উৎস বিধি সংশোধন ছাড়া অধ্যাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। কাজ চলছে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে একটি খসড়া দাঁড়িয়ে যাবে।’
রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রম আলাদা করার আলোচনা বহু বছর ধরে চললেও অন্তর্বর্তী সরকার প্রথম এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেয়। বিরোধিতায় এনবিআরের কিছু কর্মকর্তা গত জুন-জুলাইয়ে আন্দোলন চালায়। প্রকাশ্য আন্দোলনকারীদের মধ্যে কিছুজনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হয়।
আন্দোলন মোকাবিলায় গত ২৯ জুন পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়, প্রধান করা হয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে। কমিটিই পরে সমাধানের পথ বের করে এবং ১১টি ধারা সংশোধন করে অধ্যাদেশের খসড়া ২১ আগস্টে উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়।
নতুন অধ্যাদেশ বাস্তবায়নের জন্য আইন ও বিধি সংশোধনের কাজ চলছে। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘কাজ চলছে। সময় বেশি লাগবে না। ডিসেম্বরের আগে অধ্যাদেশ বাস্তবায়িত হতে পারে।’
Design & Developed By: ECONOMIC NEWS