মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

নিউমার্কেটে সংঘর্ষ: ২ দোকানকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই দোকান কর্মচারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন কাউসার ও বাবু।

নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত যে দোকান থেকে ঘটেছিল সেই ক্যাপিটাল ফাস্টফুডের দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

গত ১৮ এপ্রিল রাত থেকে শুরু হয়ে তা পরদিন দুপুর পর্যন্ত চলতে থাকে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ। এতে দু’জন নিহত হয়েছে। এ ছাড়া গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রায় দুই শতাধিক মানুষ আহত হন। এছাড়া অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS