শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

ভৈরবে মেয়াদোত্তীর্ণ মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ভেজাল ও  মেয়াদোত্তীর্ণ মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৭টায় পৌর শহরের ভৈরব বাজার ও কমলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতপরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক ও সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ পোল্ট্রি ফিড, নিম্নমানের গো-খাদ্য ও মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে পৌর শহরের ভূষি পট্টি এলাকার মায়ের দোয়া নামক ভূষির দোকানে মেয়াদ উত্তীর্ণ ১৫ বস্তা মৎস্য খাদ্য জব্দ করা হয়। এ সময় দোকান মালিক নাছির উদ্দিনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও শহরের কমলপুর এলাকার অ্যাডভান্স পোল্ট্রি এন্ড ফিস ফিড দোকানে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, মৎস্য খাদ্য আইন ২০১০ ও মৎস্য খাদ্য বিধিমালা ২০২৪ অনুসারে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং তাদেরকে জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, ভৈরব বাজারের কিছু অসাধু ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের পোল্ট্রি ফিড, গো-খাদ্য ও মৎস্য খাদ্য নিয়মিত বিক্রি করে আসছে এমন অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব বাজারের বিভিন্ন ভূষির দোকানে ও কমলপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিয়ম পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা ও 

১৫ বস্তা মৎস্য খাদ্য জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS