রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রেনে কাটা পড়ে মাসুদ মিয়া (৩৫) নামের এক যুবক মারা গেছেন।
শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আইজুদ্দিন মিয়ার ছেলে।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোরহাব মন্ডল।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেন ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর চরপাড়া পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়েন মাসুদ মিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাসুদ মিয়া কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন কয়েক ব্যক্তি।
রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেছেন, “আমরা ঘটনাস্থলে এসেছি। মাসুদের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, চার বছর আগে ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন মাসুদ। এর পর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন। সকালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মরদেহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply