স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার পক্ষ থেকে তারাবো পৌরসভার জনসাধারণের মাঝে চারাগাছ বিতরণ, গন্ধবপুর কবরস্থান রোডে ফলের গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৫-জুলাই) সকালে তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এস,কে শাহিন প্রধানের আয়োজনে গন্ধবপুর তালতলা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সহ-সভাপতি আশরাফুল আলম সিরাজী রাসেল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-সম্পাদক ইয়ার হোসেন, তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাফ হোসেন, তারাবো পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, কৃষিবিদ সোহেল মিয়া সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, বর্তমান বিষাক্ত বৃক্ষশূণ্যতায় জলবায়ুর ওপর সৃষ্টি হয়েছে বিরুপ প্রভাব, ফলে বিশ্ব পরিবেশ আজ বিপর্যস্ত। ভবিষ্যত বৃক্ষ নিধনের ফলে নতুন প্রজন্ম আজ হুমকির মূখে। এ বিপদ মোকাবেলায় একটি মাত্র পথ হলো বেশি বেশি বৃক্ষ রোপণ করা। আমরা যদি বৃক্ষ রোপণ কর্মসূচিতে সকলে সচেতন হই তাহলেই একটি সুন্দর সাবলিল পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবো। চলুন আমরা সকলে পরিবেশ রক্ষার্থে বেশি বেশি বৃক্ষ রোপণ করি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply