 
																
								
                                    
									
                                 
							
							 
                    মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন নিজের জেলার অর্থাৎ চুয়াডাঙ্গার দুর্নীতি প্রতিরোধে সেখানকার জনগণের প্রতি অগ্রণী ভূমিকা রাখার জোরালো আহ্বান জানিয়েছেন।
সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের ১৮৮তম গণশুনানিতে দুদক চেয়ারম্যান এই মন্তব্য করেন। সকাল থেকে শুরু হওয়া এই গণশুনানি বিকেল চারটা পর্যন্ত চলে।
ড. মোমেন বলেন, “আমরা চুয়াডাঙ্গা এসেছি, এটি সৌভাগ্যের বিষয় নয়। বরং আমাদের এখানে আসা প্রমাণ করে যে এখনও দুর্নীতি রয়েছে। যদি চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধের প্রয়োজন না পড়ত, সেটাই হত প্রকৃত সৌভাগ্য।”
তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব হিসেবে জনগণের সেবা নিশ্চিত করার কথা মনে করিয়ে দেন এবং দুর্নীতিমুক্ত দেশ গড়াই সকলের লক্ষ্য হওয়া উচিত বলে মত দেন।
গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে নাগরিকরা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন।
শুনানির শুরুতেই চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী মো. জিয়া উদ্দিন আহম্মদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস এবং দায়িত্বরত চিকিৎসক ডা. অনিক—এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উপস্থাপন করা হয়। জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহসিন আলীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। এছাড়া, চুয়াডাঙ্গা সাব-রেজিস্ট্রার অফিস ও পৌরসভার বিরুদ্ধে জমি নিবন্ধন, অবকাঠামো নির্মাণ ও কর আদায় সংক্রান্ত একাধিক অভিযোগও গণশুনানিতে তোলা হয়।
 
                                 
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply