ইমন মাহমুদ লিটন, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ভৈরবকে জেলা করার দাবিতে
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে সর্বস্তরের জনতা। আজ সকাল ১০টায় শহরের দূর্জয় মোড়ে অবস্থান নিয়ে ঢাকা- সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক বন্ধ করে দেন আন্দোলনকারীরা। ফলে ২ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এছাড়াও আন্দোলনে ভৈরব-কুলিয়ারচরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মী এবং স্কুল কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়।
এ সময় আন্দোলনকারীরা বলেন, যতক্ষণ না ভৈরব জেলা বাস্তবায়ন হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রয়োজনে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
পরে আগামীকাল সোমবার রেল পথ অবরোধের কর্মসুচি ঘোষণা করে দুপুর ১২ টার দিকে আন্দোলন প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply