মোঃ রুবেল মিয়া, অষ্টগ্রাম( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাহপুর কালাগাজী হাটিতে ২ হাত জায়গার নিয়ে ভাইগ্নার সাথে তুচ্ছ ঘটনায় মামা বুলেট ট্যাবলেট খেয়ে আত্মহত্যা ঘটনা ঘটেছে।
শুক্রবার(২৪অক্টোবর)মধ্যে রাতে নিজ ঘরে এই ঘটনা ঘটে। রাতে স্থানীয়দের সহযোগিতায় অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.আমিনুল ইসলাম মৃত ঘোষণা করেন।
নিহত,তাজু মিয়া (৬০) কালাগাজী হাটি গ্রামের শব্দর আলীর ছেলে। পেশায় সে একজন কৃষক ছিলেন। তার দুই মেয়ে ও তিন ছেলে রয়েছেন।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্হানীয়নও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজ শেষে ভাইগ্নাদের সাথে বোনের অংশ বাটোয়ারা নিয়ে সালিশ জমে। তখন তাজু মিয়া ভাইগ্নাদের বোনের অংশ হিসেবে দুই হাত জায়গা বাড়ি থেকে দিতে চাইলে ভাইগ্নারা বাড়ি থেকে জায়গা নিতে অস্বীকৃতি জানাই। দুই হাত জায়গা বাজার থেকে নিতে চাই বলে তাজু মিয়াকে ভাইগ্নারা সালিশে অসম্মান করে সালিশ ভেঙে দেয়। পরে সন্ধার পরে তাজু মিয়া কে রাস্তায় একা পেয়ে ভাইগ্না কামাল ও বিল্লাল মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করায় অভিমান করে রাতে বুলেট ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়ছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply