ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ৩৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রসুলপুর এলাকার সুনীল চন্দ্রনাথ ছেলে আবুল হাসান ওরফে প্রান্থনাথ (২৭) সুধন মিয়ার মেয়ে খাদিমা বেগম (৩৭) ও নওগাঁ জেলার
ধামুইরহাট উপজেলার মোড়োলো আজাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩৫)
র্যাব সূত্রে জানা যায়, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (০৫ জুলাই) রাত অনুমান ০১:৫০ ঘটিকায় ভৈরব দুর্জয় মোড় এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বাসের সিটের নিচে অভিনব কায়দায় রক্ষিত ৩৮ (আটত্রিশ) কেজি গাঁজা, ০১ টি মোবাইল ফোন ও নগদ ৪,১৪০/- (চার হাজার একশত চল্লিশ) টাকাসহ তিন জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৭,৬০,০০০/-(সাত লক্ষ ষাট হাজার) টাকা।
এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply