শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

অনুদানবিহীন সহ সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও আবেদন করতে পারবে-শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ২ জুলাই ২০২৫ রোজ বুধবার বেলা ৩টা ৩০ মিনিটে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের ৯ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে মিটিং করেন। এ সময় অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের পক্ষ থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা কে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, জনবল কাঠামো ও এমপিও সংক্রান্ত নীতিমালা ২০২৫ পাশ করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ রেজাউল হক, মাননীয় শিক্ষা উপদেষ্টা কে বলেন একটি বৈষম্য দূর করতে গিয়ে যেন আরেকটি বড় বৈষম্য তৈরি না হয়। তিনি বলেন, ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে প্রায় ১৮০০০ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিস্ট্রেশন ভুক্ত হয়। পরবর্তীতে ১৯৯৪ সালে তৎকালীন সরকার সার্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করতে গিয়ে প্রত্যেক ইউনিয়নে একটি করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনুদানের আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু সেইখানে একটি শর্ত প্রদান করা হয় সেটি হচ্ছে দুই কিলোমিটার এর মধ্যে কোন প্রাথমিক বিদ্যালয় থাকলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনুদানের আওতায় আসবে না। এই শর্তের বেড়াজালে পড়ে প্রায় চার হাজার পাঁচশত ইউনিয়নের মধ্যে মাত্র ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনুদানের আওতায় আসে। এখান থেকে বৈষম্য শুরু হয় যা এখন পর্যন্ত চলমান।

অন্তর্বতীকালীন সরকার আসার পর বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কে এমপিওকরণের গণ বিজ্ঞপ্তি জারি করা হলেও শুধুমাত্র অনুদানভুক্তরা আবেদন করতে পারবে এবং এই অনুদান প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরাই শুধু উপবৃত্তি পাবে। যা চরম ভাবে বৈষম্য তৈরি করবে। এ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অনুদান বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্য পরিষদ গত ১৯শে মে থেকে ২৬শে মে পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন এবং ২৬শে মে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা সহ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা মিটিংয়ে উপস্থিত হন এবং সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যেন এমপিওর আবেদন করতে পারে এবং ছাত্র-ছাত্রী উপবৃত্তির আওতায় আসতে পারে এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় নেতৃবৃন্দ পুনরায় ছয় দফা দাবি তুলে ধরেন এবং স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, আহবায়ক হাফেজ মাওলানা আহমদ আলী, যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, মাওলানা মোঃ মোছলে উদ্দীন, সদস্য সচিব মোঃ রেজাউল হক, সদস্য মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম, মোঃ ওমর ফারুক আকন্দ, মোঃ তৌকির আহমেদ মনির, মোঃ হাসনাইন, মোঃ সাইফুল আজাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS