শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

শিল্পকলায় আজ ‘দ্রোহের রক্ত কদম’ নাটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৭ Time View

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নানা কার্যক্রম হাতে নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই অংশ হিসেবে আজ শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ নাটক মঞ্চস্থ করা হবে।

নাট্য প্রযোজনাটি পরিবেশন করবে চট্টগ্রামের নাট্য সংগঠন ‘এথেরা: অব্যক্ত প্রতিধ্বনি’। নাট্য প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। নাটকটির ভাবনা ও নির্দেশনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ইরা আহমেদ।

শিল্পকলা একাডেমি সূত্র জানায়, ‘দ্রোহের রক্ত কদম’ কেবল একটি নাটক নয়, প্রযোজনাটি প্রচলিত সমাজ ব্যবস্থার একটি রূপ তুলে ধরবে। যেখানে রাষ্ট্র ও সমাজের অন্তর্নিহিত অসাম্য, বিশৃঙ্খলা, দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং মানুষের মধ্যেকার এক বিকৃত প্রতিযোগিতাকে তুলে ধরা হয়েছে।

এখানে সংলাপের চেয়ে বেশী বলিষ্ঠ এক মাধ্যম শরীরের ভাষা। এখানে সংলাপ নয়, দেহ কথা বলে। প্রতিটি ভঙ্গিমা, প্রতিটি নৈঃশব্দ্য একেকটি হাহাকার। রাষ্ট্রযন্ত্র যখন তার শক্তির বলয় দিয়ে জনগণের কণ্ঠরোধ করে, শাসকের দমননীতি যখন মানুষের স্বপ্ন, বাকস্বাধীনতা ও ন্যায্যতার পথ রুদ্ধ করে তখনই মানুষের ভেতরে পুঞ্জীভূত হতে থাকে ক্ষোভ। জেগে ওঠে এক অন্তর্লীনদ্রোহ। এ ছাড়া এ নাটকে মানুষের মধ্যেকার এক অন্তর্দ্বন্দ্ব ফুটিয়ে তুলা হয়েছে, যেখানে একজনকে বাধা দিয়ে নিজে উপরে উঠার অসুস্থ ব্যাধি এ সমাজে প্রথা হিসেবে প্রচলিত আছে।

‘দ্রোহের রক্ত কদম’ নাটকের সহকারী নির্দেশনায় রয়েছেন বিশ্বনাথ ভৌমিক। নাটকের আলোক পরিকল্পক হিসেবে রয়েছেন আসলাম উদ্দিন, মঞ্চ ও সংগীত পরিকল্পক হিসেবে রয়েছেন ইন্দ্র জিৎ শীল। কলাকুশলী হিসেবে রয়েছেন রাসিফ বিন ফাহিম, জেরিন আকতার নোশ্নি, সুমাইয়া তাবাসসুম, মো. মাহামুদুল ইসলাম বাঁধন, মো. মেহেদী হাসান মুন্না, পার্থ সেন, মো. শাহরিয়ার শাকিল, ফাইরুয সাদেক, তানজীলা আক্তার ও মো. মেহেদী হাসান সাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS