শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

সাধারণ মানুষের জন্য সিনেমা দেখা এখন বিলাসিতা : আমির খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫

একটা সময় ছিল, সিনেমা ছিল মানুষের সবচেয়ে সহজ বিনোদনের মাধ্যম। বড় পর্দা মানেই ছিল উৎসব, পরিবারের সঙ্গে সময় কাটানো। কিন্তু এখন? বলিউড তারকা আমির খানের মতে, এই মাধ্যমটি এখন আর সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই — হয়ে উঠেছে একপ্রকার বিলাসিতা।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জামিন পার’ নিয়ে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বললেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। বললেন, ‘একসময় সিনেমাকে বলা হতো মাস মিডিয়াম। কারণ, সাধারণ মানুষ হলে গিয়ে সিনেমা দেখতে পারত। কিন্তু এখন সেই সুযোগ কমে গেছে।’

আমির খান জানান, তার ক্যারিয়ারের শুরুতে ছিল শুধু সিঙ্গেল স্ক্রিন হল। দিনে চারটি শো চলত। পরে মাল্টিপ্লেক্স এলো, আর একে একে হারিয়ে যেতে লাগল সেই পুরোনো হলগুলো। আজকের দিনে মাল্টিপ্লেক্সই মূল ভরসা, আর সেগুলো শহরের ব্যয়বহুল শপিং মলে। ‘এই সব মাল্টিপ্লেক্সে টিকিটের দাম এমনই যে অনেকেই সেটা বহন করতে পারে না’ — যোগ করেন আমির।

এখানেই থেমে থাকেননি তিনি। ভারতের সিনেমা অবকাঠামো নিয়ে আফসোস করে বলেন, ‘চীনে ৯০ হাজার স্ক্রিন, আমেরিকায় ৩৫ হাজার। অথচ ভারতের মতো জনবহুল দেশে এত কম স্ক্রিন কেন? প্রত্যন্ত অঞ্চলে কেন একটা হলও থাকবে না?’ 

তবে এই ব্যবসায় নামছেন কি না, জানতে চাইলে আমির বলেন, ‘না, আমি নিজে থিয়েটার ব্যবসায় আসব না। এতে আমার সৃজনশীল কাজে সময় কমে যাবে। কিন্তু যারা এই কাজ করছেন, আমি তাদের উৎসাহ দিচ্ছি, সাহায্য করছি।’

‘সিতারে জামিন পার’ বক্স অফিসে ৯ দিনে ভারতে আয় করেছে ১০৫ কোটি রুপি, আর বিশ্বব্যাপী ১৫০ কোটির বেশি। সিনেমাটিতে একজন বাস্কেটবল কোচ হিসেবে দেখা গেছে আমিরকে, যিনি বিশেষ চাহিদাসম্পন্ন ১০ তরুণকে প্রশিক্ষণ দেন। জেনেলিয়া ডি সুজা ও একঝাঁক নতুন মুখের অভিনয় পেয়েছে প্রশংসা।

তবে বাণিজ্যিক সাফল্যের বাইরেও, আমির খান যেন একবার আবারও আমাদের মনে করিয়ে দিলেন,  ‘সিনেমা শুধু তারকাদের জন্য নয়, এটা মানুষের জন্য। সেই মানুষগুলোর, যারা আজ আর হলে ঢোকার সাহসই পায় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS