
মাটির বুকে ঘুমাই আমি
মাটিতে পাই সুখ,
মাটির টানে খুঁজে ফিরি
বাংলা মায়ের মুখ।
বাংলা মা’গো তোমায় নিয়ে
কত্তো মোদের আশা,
লাখো মানুষকে রক্তে ভেজা
তোমার মুখের ভাষা।
এই ভাষাতে নতুন করে
জটলা পাকায় যাঁরা,
জেনে রেখো ভাষার জন্য
রক্ত দেবে আমরা।
বাংলা আমার মায়ের ভাষা
অন্তরের প্রকাশ সুখ,
এই ভাষাতেই প্রকাশ করি
বুকের জমানো দুখ।
চিরটা কাল এই ভাষাকেই
করবো বুকে ধারণ,
বাংলা নিয়ে জন্মেছি মুখে
বাংলা ভালোবাসার কারণ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply