শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আগামীর জন্য বিনিয়োগ: সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ ঠাকুরগাঁও হরিপুরে নিজস্ব অর্থায়নে রাস্তানির্মাণে উদ্যোগ ক্ষমতায় যাওয়ার আগে জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে : ডা.শফিকুর রহমান ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিজনেস ডিনার অনুষ্ঠিত সাতক্ষীরায় ধানের শীষ বিজয়ী হলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবো -শিবপুরে জনসভায় আব্দুর রউফ চট্টগ্রাম-১২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এলডিপির এয়াকুব আলী ঢাকা-৫ এর ৬৬নং ওয়ার্ডে গণসংযোগে নবী উল্লাহ নবী; জনদুর্ভোগ লাঘব ও নাগরিক সেবা নিশ্চিত করার আশ্বাস ভিপি নুরুল হক নূরের পক্ষে ভোট চাইলেন ইশরাক হোসেন মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রচারে বিএনপি নেতা : শহীদ কমিশনার ফুলছড়িতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ইউনিয়ন বিএনপি নেতা মিলন আটক

ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিজনেস ডিনার অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
  • আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৮ Time View

শ‌হিদুল ইসলাম, প্রতিবেদক: সম্প্রতি রাজধানীর পাঁচ তারকা মানের ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিজনেস ডিনার অনুষ্ঠিত হয়েছে। এ মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজক ছিলেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের প্রতিষ্ঠাতা মুসলে আহমেদ। হোটেলটির মনোরম পুলসাইড রুফটপ গার্ডেনে আয়োজিত এই ডিনারে আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, কৌশলগত আলোচনা এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে একটি সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ, যুক্তরাজ্য, কানাডা, গ্রিস এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী, বিনিয়োগকারী ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ উপস্থিতি বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্পষ্টভাবে তুলে ধরে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির। তিনি তার বক্তব্যে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় আন্তর্জাতিক নেটওয়ার্কিং এবং প্রবাসী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য, বিনিয়োগ ও জ্ঞানভিত্তিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকার ও বেসরকারি খাতের পারস্পরিক সহযোগিতা জোরদার হলে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ করে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা ও বৈশ্বিক সংযোগ কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এ ধরনের আন্তর্জাতিক নেটওয়ার্কিং উদ্যোগ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কটল্যান্ডে বাংলাদেশের সম্মানিত অনারারি কনসাল জেনারেল ও ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (EBFCI)-এর সভাপতি ড. ওয়ালি তাসার উদ্দিন এমবিই। তিনি ইউরোপ ও বাংলাদেশের ব্যবসায়িক মহলের মধ্যে কাঠামোবদ্ধ, ধারাবাহিক ও ফলপ্রসূ যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে EBFCI-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI) এবং ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (EBFCI)-এর প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মহিব চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মোমেন, বিশিষ্ট ব্যবসায়ী মেসবাহ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী টিংকুসহ আরও অনেকে।

অনুষ্ঠানজুড়ে অংশগ্রহণকারীরা বিনিয়োগ সম্ভাবনা, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন ও হসপিটালিটি খাতের উন্নয়ন এবং ভবিষ্যৎ পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। সৌন্দর্যমণ্ডিত সাংস্কৃতিক পরিবেশে আয়োজিত এই মিলনমেলা পারস্পরিক সম্পর্ক জোরদার এবং নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

সফলভাবে সমাপ্ত এই আয়োজনের জন্য অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে কর্পোরেট, কূটনৈতিক ও সামাজিক উচ্চপর্যায়ের আয়োজনের জন্য একটি নির্ভরযোগ্য ও মর্যাদাপূর্ণ ভেন্যু হিসেবে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS