বাংলাদেশ নারী ফুটবল দল আগেই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছিল। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। তবে ম্যাচটিকে গুরুত্ব দিয়েই খেলেছে বাংলাদেশ। পিটার বাটলারের দল ৭-০ গোলের বড় জয় নিয়ে বাছাই পর্বের মিশন শেষ করেছে।
এই বাছাইয়ে মোট আটটি গ্রুপ ছিল। যার প্রতিটি গ্রুপের শীর্ষ দল আগামী বছরের মূল পর্বে খেলবে। বাংলাদেশ সি গ্রুপে টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করেছে। এই তিন ম্যাচে ১৬ গোল করলেও, নিজেদের জালে বল ঢুকেছে মাত্র একবার — মিয়ানমারের বিপক্ষে।
গত দুই আসরের বাছাইপর্বে কোনো জয় না পাওয়া বাংলাদেশের জন্য এটি একটি বড় সাফল্য। বিশেষ করে শক্তিশালী ও অভিজ্ঞ দল মিয়ানমারকে হারানো দলের অগ্রগতির প্রমাণ দিয়েছে।
আজ ইয়াঙ্গুনে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৭-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩ মিনিটে স্বপ্না রানী প্রথম গোল করেন। এরপর শামসুন্নাহার ৬ ও ১৩ মিনিটে দুইটি গোল করেন। ১৬ থেকে ২০ মিনিটে বাংলাদেশ আরও তিনটি গোল করে — যথাক্রমে মনিকা, ঋতুপর্ণা ও তহুরা খাতুনের পা থেকে। ৪২ মিনিটে ঋতুপর্ণা দ্বিতীয় গোল করে ব্যবধান ৭-০ করেন। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও ম্যাচটি ছিল একপাক্ষিক।
এই জয় বাংলাদেশের মেয়েদের আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি শক্ত বার্তা। এর আগে প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি। আজকের জয় সেই ধারাবাহিকতারই অংশ।
বাংলাদেশ নারী দল আগামীকাল মিয়ানমার থেকে রওনা দেবে এবং রাতেই দেশে ফিরবে। বাফুফে জানিয়েছে, দেশে ফেরার পর মধ্যরাতেই ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply