ফুটবল দুনিয়ায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে বড় দ্বৈরথ দেখেনি চলতি শতাব্দী। কে সেরা সেই তর্কে ভাটা পড়লেও আবেদন কমেনি এতটুক। ইউরোপ ছেড়ে দুজনই এখন দুই মহাদেশে। মুখোমুখি হওয়ার সম্ভাবনাও যেখানে ক্ষীণ, সেখানে তৈরি হয়েছে এক দলে খেলার সম্ভাবনা।
মেসি-রোনালদো দুজনের সতীর্থ ছিলেন কার্লোস তেভেজ। আর্জেন্টিনার সাবেক এই ফুটবলার মেসির সঙ্গে জাতীয় দলের জার্সিতে খেলেছেন লম্বা সময়। রোনালদোকে দুই মৌসুম সতীর্থ হিসেবে পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তেভেজ খেলা ছেড়েছেন আরও আগেই। কোচ হিসেবেও হয়ে গেছে অভিষেক। তবু চান, একটি বিদায়ী প্রীতি ম্যাচ আয়োজন করতে।
নিজের বিদায়ী ম্যাচে একই দলে খেলাতে চান মেসি-রোনালদোকে। এমন খবর প্রকাশ করেছে গোল ডটকম। গোলের প্রতিবেদন মতে, স্বপ্নীল এক ফেয়ারওয়েল ম্যাচের আশা করছেন তেভেজ, যেখানে এক দলের জার্সিতে মাঠ মাতাবেন ফুটবলের দুই মহাতারকা।
মেসি-রোনালদোকে এক দলে খেলানোর স্বপ্ন দেখছেন কার্লোস তেভেজ। ছবি : এএফপি
তেভেজ বলেন, ‘মেসি ও রোনালদোকে আমরা আনার চেষ্টা করব। তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে। আমি কথা বলব। তারা যদি রাজি হয় এবং সময় দেয়, সেই হিসেবেই এগোব।’
বিদায়ী প্রীতি ম্যাচে মেসি-রোনালদো ছাড়াও সাবেক কয়েকজন সতীর্থ ও তারকা ফুটবলারকে নিতে চান তেভেজ। যে তালিকায় আছেন ওয়েইন রুনি, প্যাট্রিস এভরা, নেমানিয়া ভিডিচ, জিয়ানলুইজি বুফন, রিও ফার্দিনান্ডের মতো তারকারা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply