এই আইপিএলে দিল্লি ক্যাপিটালস যেন হারতেই চাইছে না। অথচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ হারের মঞ্চ তৈরিই হচ্ছিল, দিল্লির বোলারদের পিটিয়ে বিনা উইকেটে ৩ ওভারেই ৫৩ রান তুলেছিল বিরাট কোহলি বাহিনী। সেখান থেকে বেঙ্গালুরুর ব্যাটিং তো ধসে যায়ই, পরে রান তাড়ায় লোকেশ রাহুল তাণ্ডবও চালান।
বেঙ্গালুরুর ৭ উইকেটে ১৬৩ রানের জবাবে ১৩ বল হাতে রেখে লক্ষ্য পৌঁছায় দিল্লি। তাদের জয় ৬ উইকেটে। চার ম্যাচে এটা দিল্লির চতুর্থ জয়। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে তারা। ৮ পয়েন্ট থাকা গুজরাট টাইটান্স তাদের চেয়ে নেট রানরেটে এগিয়ে।
রান তাড়া করতে নেমে দিল্লি ৫৮ রানেই চার উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর চার নম্বরে নেমে রাহুল প্রথম ২৯ বলে ২৯ রান করে পরের ২৪ বলে করেন ৬৪ রান, শেষ পর্যন্ত ৫৩ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসটি সাজানো হয় ৭ চার ও ৬ ছয়ের মারে। রাহুলকে অক্ষর প্যাটেল ১৫ ও ত্রিস্টান স্টাবস ৩৮ রান করে সঙ্গ দেন।
সিঙ্গেল ডিজিটে আউট হওয়া তিনজনের দুটি উইকেটই নেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনি শিকার করেন ফ্রেসার ম্যাকগার্ক ও অভিষেক পুড়েলের উইকেট। যশ দায়াল ও সুয়াশ শর্মা একটি করে উইকেট নেন।
এর আগে মিচেল স্টার্ক ও প্যাটেলের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়ে বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি ও ফিলিপ সল্ট ৩ ওভারেই ৫৩ রান তুলেন। এরমধ্যে দুই ছক্কা ও তিন চারে স্টার্কের দ্বিতীয় ওভারে আসে ৩০ রান। ২২ বল মোকাবিলা শেষে বেঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ৬১। তখন রানআউট হন সল্ট। ১৭ বলে ৩৭ রান করেন তিনি।
পরের ৪১ রান তুলতে তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। পাডিকাল ১, বিরাট কোহলি ২২, লিয়াম লিভিংস্টোন ৪ ও জিতেশ শর্মা ৩ রান করে আউট হন। রজত পতিদারের ব্যাট থেকে ২৫ ও ক্রুনাল পান্ডিয়ার ব্যাট থেকে ১৮ রান আসে। শেষদিকে টিম ডেভিডের ২০ বলে ৩৭ রানের সুবাদে দেড়শর বৈতরণী পার হতে সক্ষম হয় বেঙ্গালুরু। ভিপরাজ নিগাম ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply