ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার। ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মাঝে মধ্যেই সংবাদের শিরোনাম হন শচীনকন্যা। তবে এবার ভিন্ন কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি। একটি টি-টোয়েন্টি ক্রিকেট দলের মালিকানা কিনেছেন সারা। তবে সেটা বাস্তবের ক্রিকেটে নয়, বরং ই-স্পোর্টসে!
‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এ মুম্বাইয়ের দলের মালিকানা নিয়েছেন সারা। জনপ্রিয় মোবাইল গেম ‘রিয়াল ক্রিকেট’-এ অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। লিগটির প্রথম দুই মৌসুমে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম মৌসুমে ২ লাখ মানুষ অংশ নিয়েছিল, যা দ্বিতীয় মৌসুমে বেড়ে দাঁড়ায় ৯ লাখ ১০ হাজারে। তৃতীয় মৌসুমে অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এই ই-ক্রিকেট লিগ সম্প্রচার করা হয় বিভিন্ন প্ল্যাটফর্মে, যার মধ্যে রয়েছে জিও সিনেমা, স্পোর্টস ১৮ এবং স্টার স্পোর্টস। এবার ধারণা করা হচ্ছে, হটস্টারেও দেখা যাবে এই লিগের ম্যাচগুলো।
ই-স্পোর্টসে ক্রিকেট দলের মালিক হতে পেরে বেশ উচ্ছ্বসিত সারা। তিনি বলেন, ‘ক্রিকেট আমাদের পরিবারের রক্তে মিশে আছে। ই-স্পোর্টস খুবই আকর্ষণীয়, আর গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের দলের মালিক হতে পারা আমার জন্য স্বপ্নপূরণের মতো। আমি নতুন প্রতিভাদের সঙ্গে কাজ করতে এবং একটি শক্তিশালী দল গড়ে তুলতে চাই। আশা করি, আরও অনেকেই এই খেলায় আগ্রহী হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply