ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৭ মার্চ) বিকাল ৪টায় উপজেলার আগানগর ইউনিয়নের খালপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি।
এসময় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে লতিফ মিয়া মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভূমি অফিস কর্মকর্তারাসহ ভৈরব থানা পুলিশ সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আগানগর গ্রামের বাসিন্দা খোকন মিয়ার একটি পতিত জমি ভরাটের জন্য একই এলাকার বাসিন্দা সেজু মিয়ার মাধ্যমে ৪ দিন যাবত অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলন বন্ধ করে ড্রেজারটি জব্দ করা হরা হয়।
এসময় ড্রেজার চালক ও বালু উত্তোলনকারী খোকন মিয়াকে সতর্ক করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগানগরে এসে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। তারা অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। জল মহলের কোনো অনুমোদন নেই। তবে তারা বালু উত্তোলনের বিষয়ে তাদের ভুল স্বীকার করেছে। ড্রেজারটি বন্ধ করে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশনাসহ অর্থদণ্ড ও সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply