আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর। আগামী ১৭ মার্চ বাংলাদেশে আসবেন তিনি। তবে ঢাকায় নয়, সরাসরি নিজ এলাকা সিলেটে নামবেন এই ফুটবলার। হামজাকে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সময় খুবই কম। তাই হামজার জন্য কোনো সংবর্ধনার আয়োজন করছে না বাফুফে। হামজার সিলেট নামা থেকে শুরু করে ঢাকায় আসা, এরপর ভারতে যাওয়া পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
হামজার চলাচলের জন্য বাফুফের একটি বিশেষ গাড়ি এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন অফিসিয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফের অন্যতম সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, ‘তিনি (হামজা) ১৭ তারিখে সিলেট বিমানবন্দরে নামবেন। সেই সময় তাকে বরণ করে নেবেন বাফুফের তিন-চারজন নির্বাহী সদস্য। এরপর তিনি চলে যাবেন হবিগঞ্জ। সেখানে যাওয়ার ট্রান্সপোর্ট বাফুফে ব্যবস্থা করেছে। তার জন্য বিশেষ একটি গাড়ি ও নিরাপত্তার জন্য একজন অফিস বয় থাকবে সারাক্ষণ। প্রশাসনকেও জানানো হয়েছে।’
সময় স্বল্পতার কারণে হামজাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে না জানিয়ে ফাহাদ করিম আরও বলেন, ‘সংবর্ধনা দেওয়ার সুযোগ নেই। সরাসরি এসে ক্যাম্পে যোগ দেবেন। যদি ১৭ তারিখ সরাসরি কিংবা ১৮ তারিখেও ঢাকায় আসতেন, তাহলে সংবর্ধনা বা অন্য কিছু দেওয়া যেত।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply