টেস্ট-টোয়েন্টি থেকে দূরে সরে গিয়েছিলেন আগেই। বাকি ছিল স্রেফ ওয়ানডে ক্রিকেট। এবার লাল-সবুজের জার্সিতে ওয়ানডে খেলা থেকেও নিজেকে সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার।
ওয়ানডে ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর বিদায়টা অনুমিতই ছিল। চ্যাম্পিয়নস ট্রফির ভরাডুবির পর অপেক্ষা ছিল বিদায়ী ঘোষণার। তাছাড়া একদিন আগে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়ে বিদায়ের বার্তা অনেকটা আগেই দিয়ে রেখেছিলেন এই তারকা। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।
আজ বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। বিদায়ী ঘোষণায় তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে। বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিল।’
বাংলাদেশের ক্রিকেটারদের মাঠ থেকে বিদায়ের প্রচলন খুব একটা দেখা যায় না। মাহমুদউল্লাহর পোস্টেও যেন ফুটে উঠল সেই বার্তা। তিনি লিখেছেন, ‘সবকিছুর শেষটা হয়তো সুন্দর হয় না কিন্তু আপনাকে মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয়। শান্তি! আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’
এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ। গত বছর টি–টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক অবসর নেন। এবার সরে দাঁড়ালেন পুরো আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply