শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

পুলিশের ওপর হামলার ঘটনায় ৫ অটোরিকশাচালক গ্রেপ্তার

শাকিল আহম্মেদ
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় পাঁচজন সিএনজি চালিত অটোরিকশার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলার গুতিয়াবো এলাকার সিএনজি চালিত অটোরিকশার চালক আব্দুর রউফ, পিতলগঞ্জ এলাকার কাউসার, কাঞ্চন মায়াবাড়ী এলাকার ফেরদৌস, আরিফ ও বাদল।

ওসি লিয়াকত আলী বলেন, বুধবার কুড়িল বিশ্বরোড এলাকায় চলাচলরত সিএনজি চালিত অটোরিকশার চালকদের কাছ থেকে বিআরটিসি বাসের ঠিকাদারের নিয়োজিত রাকিব ও জিহাদের নেতৃত্বে মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা মাসোহারা দাবি করা হয়। টাকা না দেওয়ায় বেশ কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা চালকদের মারধরসহ কয়েকটি সিএনজি ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে সিএনজি চালকেরা ৩০০ ফিট সড়কের কাঞ্চন সেতুর পশ্চিমপাড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুব্ধ অটোরিকশা চালকেরা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু ছাইম ও কনস্টেবল বাচ্চু মিয়াকে মারধর করেন।

ওসি লিয়াকত আলী আরও বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আব্দুর রউফ, কাউসার, ফেরদৌস, আরিফ ও বাদলকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS