বৃষ্টিতে ভেসে গেছে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ। দুই ইনিংসে ৬২.৫ ওভার খেলা হওয়ার পর ঝুম বৃষ্টি নামে করাচিতে। এরপর খেলা আর মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। দুই দল পয়েন্ট ভাগাভাগি করে। তাতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার।
তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ চারে নাম লিখিয়েছে স্টিভেন স্মিথের দল। গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়ার দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখে দলটি।
সমান তিন ম্যাচে আফগানদের পয়েন্ট তিন। এক ম্যাচ বাকি থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টও সমান। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়ারা যদি হারে তাহলে দুই দলের ভাগ্য নির্ধারণ হবে নেট রানরেটে।
তাতে ২.১৪০ রানরেট নিয়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আফগানদের রানরেট-০.৯৯০। শেষ ম্যাচে ইংলিশদের কাছে যদি খুব বড় ব্যবধানে হারে তাহলে তখন আফগানদের মুখে হাসি ফুটতে পারে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লাহোরে টস জিতে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে আফগানিস্তান ২৭৩ রান করে। তাড়া করতে নেমে ১২.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। চালকের আসনে থাকলেও প্রকৃতি সেটা চায়নি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply