সবার শেষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে পাকিস্তান। হাইব্রিড মডেলের বৈশ্বিক এই আসরের আয়োজকও তারা।
মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে গড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা তিন ক্রিকেটার। তারা হলেন ফরচুন বরিশালের ফাহিম আশরাফ, রংপুর রাইডার্সের খুশদিল শাহ ও চিটাগং কিংসে উসমান খান।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের সিরিজ থেকে চারটি পরিবর্তন আসে। তাতে ফাহিম-খুশদিল বিপিএল মাতিয়ে জায়গা করে নেন। আর এ ছাড়া দলে ডুকেন ফখর জামান-সাউদ শাকিল। বিপিএলে খেলা উসমান আগের সিরিজের দলেও ছিলেন।
বাদ পড়েন আবদুল্লাহ শফিক, ইরফান খান, সাইম আইয়ুব ও সুফিয়ান মুকিম। চ্যাম্পিয়নস ট্রফির আগে ১৫ সদস্যের দলটি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও খেলবে।
১৯ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি। ‘এ’ গ্রুপ থেকে পাকিস্তানের অন্য দুই প্রতিপক্ষ বাংলাদেশ-ভারত।
পাকিস্তান স্কোয়াড
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সাউদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তাইব তাহির, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও উসমান খান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply