নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, এর ধারাবাহিকতায় ২৯ অক্টোবর মঙ্গলবার রাত ১০ টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা অঞ্চলের পরিদর্শক নাজমুল হোসেন খান এর নেতৃত্বে অধিদপ্তরের ১০ সদস্য, ৫৫ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট আবিদ আহমেদ এর নেতৃত্বে সেনাবাহিনীর ১৬ সদস্য এবং এনএসআই-এর সহকারী পরিচালক মোঃ খলিলুর রহমান এর নেতৃত্বে ৪ সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী আনোয়ারা বেগম (৩০) এবং মোঃ এনামুল হক (৩৪) কে তাদের নিজস্ব বাসস্থান, দর্শনার আকন্দবাড়ীয়া গাংপাড়া এলাকা থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আনোয়ারা বেগমের স্বামী মোঃ এনামুল হক এবং এনামুল হকের পিতা মৃত আলী আহমেদ।
উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply