বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

সাউথ আফ্রিকায় বন্যা ও ভূমিধসে নিহত ৫৯

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

সাউথ আফ্রিকার ডারবান ও এর আশপাশের এলাকায় সোমবার ও মঙ্গলবারের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ এছাড়া ভূমিধসের ঘটনাও ঘটেছে৷ অন্তত ৫৯ জন মারা গেছেন বলে জানিয়েছে কোয়াজুলু-নাটাল রাজ্য সরকার৷

রাজ্যের মুখ্যমন্ত্রী সিহলে জিকালালা বলছেন, দুই হাজারের বেশি ঘরবাড়ি এবং চার হাজারের বেশি চালাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ১৪০টির বেশি স্কুলও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কয়েকটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে৷

ডারবান বন্দর থেকে বেশ কিছু শিপিং কনটেনার বন্যার পানিতে ভেসে এসে রাস্তার উপর পড়েছে৷ এভাবে বন্দরের নিকটবর্তী রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে৷

সাম্প্রতিক সময়ে সাউথ আফ্রিকায় নিয়মিত বন্যা দেখা যাচ্ছে৷ ২০১৯ সালের বন্যায় প্রায় ৭০ জন মারা গিয়েছিলেন৷ জোহানেসবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যারি গ্যালভিন বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে৷ ভবিষ্যতে বন্যা ও খরার পরিমাণ আরও বাড়বে বলেও আশঙ্কা করছেন তিনি৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS