রয়েসয়ে শুরুর পর হাত খোলার চেষ্টায় সুযোগ দিলেন আভিশকা ফার্নান্দো। কিন্তু দুই ক্যাচের একটিও নিতে পারলেন না ফরচুন বরিশালের ফিল্ডাররা। জীবন পেয়ে ঝড় তুললেন আভিশকা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পেল বড় সংগ্রহ। লক্ষ্য তাড়ায় কাছাকাছি গেলেও শেষ হাসি হাসতে পারল না বরিশাল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ১০ রানে জিতেছে চট্টগ্রাম। ১৯৪ রানের লক্ষ্যে বরিশাল থেমেছে ১৮৩ রানে।
চার ম্যাচে চট্টগ্রামের তৃতীয় জয় এটি। জয় দিয়ে আসর শুরুর পর টানা তিন ম্যাচ হারল বরিশাল।
চট্টগ্রামের বড় পুঁজির কারিগর আভিশকা। স্রেফ ৫০ বলে ৯১ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কান ওপেনার। শেষ দিকে কার্টিস ক্যাম্ফার ৯ বলে ২৯ রানের ক্যামিও খেলে দলকে দুইশর কাছে নিয়ে যান। পরে বল হাতে ৪ উইকেট নেন ক্যাম্ফার। ফিল্ডিংয়েও ৩টি ক্যাচ নেন এই আইরিশ অলরাউন্ডার।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply