ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলকে। এই সময় অতিরিক্ত অ্যালকোহল পান করে হাসপাতালে যেতে হয়েছে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে। যদিও এ কারণে কোনো শাস্তি পেতে হচ্ছে না ম্যাক্সওয়েলকে।
তাকে করনীয় স্মরণ করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। কদিন আগেই একটি গলফ ইভেন্টে আমন্ত্রিত হয়ে মেলবোর্ন থেকে অ্যাডিলেডে যান ম্যাক্সওয়েল। এরপর গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি পানশালায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর না হওয়ায় হাসপাতালেও তাকে ভর্তি হতে হয়নি। ম্যাকডোনাল্ড বলেন, ‘গ্লেনের (ম্যাক্সওয়েল) সঙ্গে কথা বলেছি আমি। তার দুর্ঘটনা নিয়ে বেশ ভালো আলোচনা হয়েছে গতকাল। সামনে তাকিয়ে নিজের দেখভাল ঠিকঠাক করতে হবে তাকে। এই সময়টায় তাকে আমরা বিশ্রাম ও পুনর্বাসনের সুযোগ দিয়েছি এবং আমার মনে হয়, এই ঘটনায় তার জন্য শিক্ষা এটাই যে ব্যাপারটাকে নিজের দিক থেকে সে দেখবে এবং নিজের খেয়াল রাখবে।’
গত বিশ্বকাপে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ম্যাক্সওয়েল। তবে তিনি আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। এই অজি কোচ বলেন, ‘আমরা চাই, গ্লেন ম্যাক্সওয়েল আরও তিন-চার বছর অস্ট্রেলিয়ার হয়ে খেলুক। ২০২৭ ওয়ানড বিশ্বকাপে সে দক্ষিণ আফ্রিকায় খেলতে পারবে কি না, কে জানে। তবে সাদা বলের ক্রিকেটে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে। তাকে দলে পাওয়া মানে আমরা অনেক শ্রেয়তর দল এবং তার সেই ভয়ঙ্কর চোটের পর নিজেকে সঠিকভাবে সামলানোর দিকটি দেখতে হবে তাকে।’
ম্যাক্সওয়েলকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে ম্যাকডোনাল্ড আরও বলেন, ‘যা কিছু সে বলেছে তাতে, সেই রাতে সে বেশ পান করেছিল এবং এরপর রাতটি যেভাবে শেষ হওয়ার কথা, সেভাবেই হয়েছে। এটা তার দিক থেকে এবং আমাদের দিক থেকেও আদর্শ কিছু নয়। অজান্তে ভুল হয়ে গেছে তার। অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে যে, নিজের দিক থেকে সে কী করছে এবং ওই মুহূর্তে সে ঠিক কাজটিই করেছে কি না। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো ক্ষতি হয়নি, সে ভালো আছে।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply