নাটোরে কুয়াশা না থাকলেও বাতাসের কারণে শীতের তীব্রতা থাকায় জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) রাত ১০টায় জেলা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়া হয়। তবে রাতে পাঠদান স্থগিতের বিষয়টি অনেকে না জানায় শীতের দুর্ভোগ নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হয় শিক্ষার্থীরা।
অভিভাবকরা ও শিক্ষার্থীরা জানান, শীতে শিক্ষার্থীদের দুভোর্গ লাঘবে শিক্ষার্থীদের পাঠদান স্থগিত করা হয়। তবে এটি আগে জানালে দুর্ভোগ আরও কমতো।
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, নাটোরে আবহাওয়া অফিস নেই। তাই ঈশ্বরদী রাজশাহী ও নওগাঁর আবহাওয়া অফিস থেকে ৫০ কিলোমিটারের মধ্যে দেয়া তথ্য অনুযায়ী, রোববারের (২১ জানুয়ারি) তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫০ ডিগ্রি। তাপমাত্রা ১০ এর নিচে নেমে আসায় সোমবারের (২২ জানুয়ারি) ক্লাস স্থগিত করা হয়েছে।
পাবনা ঈশ্বরীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, নাটোরের আশপাশের এলাকায় সোমবার সকাল ৯টায় তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply