ফরচুন বরিশালের কাছে হেরে বিপিএলের চলতি আসরে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। এরইমধ্যে আরও এক দুঃসংবাদ পেল দলটি। অনির্দিষ্ট কালের জন্য হারাতে চলেছে দলের সবচেয়ে বড় তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। চোখের সমস্যার কারণে আপাতত খেলবেন না সাকিব। চিকিৎসার জন্য রোববার সিঙ্গাপুরে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার।
বরিশালের বিপক্ষে ব্যাটে নেমে খালেদ আহমেদের ফুলার লেংথের বলে পা বাড়িয়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরে যান সাকিব। ব্যাট থেকে এসেছে মাত্র ৩ বলে ২ রান। তবে সাকিবের ব্যাটিং দেখেই বোঝা গিয়েছিল বল দেখতে সমস্যা হচ্ছিল তার । ম্যাচ শেষে অধিনায়ক নুরুল হাসান সোহানও নিশ্চিত করেছেন চোখের সমস্যায় পড়তে হয়েছে সাকিবকে। তবে বল হাতে নিজের কাজটা করে দিয়েছিলেন সাকিব। নিয়েছিলেন দুটি উইকেট।
খেলার পর সাকিব জানান চোখের সমস্যা নিয়ে খেলাটা কষ্টকর হওয়ার কথা । বিসিবির সঙ্গেও যোগাযোগ করেন। ঝুঁকি এড়াতে সাকিবকে দ্রুতই সিঙ্গাপুর পাঠাচ্ছে বিসিবি। রোববার দুপুর ১টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাকিব। সেখানে বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। এর আগে বাংলাদেশ ও যুক্তরাজ্যেও বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চোখের সমস্যা নিয়ে পরামর্শ করেছেন সাকিব।
ডাক্তার বড় কিছু না পেলেও খেলতে সমস্যা হওয়ার কারণে এবার সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। ফলে অনির্দিষ্টকালের জন্য এই অলরাউন্ডারকে পাচ্ছে না রংপুরের ফ্র্যাঞ্চাইজিটি। আশা করা যাচ্ছে চিকিৎসা শেষে সিলেট পর্বে আবারও দেখা যেতে পারে সাকিবকে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘বেশ কিছু দিন ধরেই চোখের সমস্যায় ভুগছে সাকিব। বিশেষজ্ঞ পরামর্শের জন্য বিসিবির তত্ত্বাবধানে কাল সিঙ্গাপুর যাচ্ছে। সাকিব আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় উনি চোখে ওই জায়গা থেকে স্ট্রাগল করছে শেষ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। শেষ ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply