ক্রিকেটে সক্রিয় থাকা অবস্থায় রাজনীতিতে নাম লিখিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। ম্যাশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে সাংসদ হয়েছিলেন, এবারও নির্বাচিত হয়েছেন তিনি। সাকিব এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে মাগুরা-১ আসন থেকে এমপি হয়েছেন। তাদের মতো আরেক টাইগার ক্রিকেটার তামিম ইকবালকেও অদূর ভবিষ্যতে রাজনীতিতে দেখা যেতে পারে।
শুরু হয়েছে বিপিএল উত্তেজনা। শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে মাঠে গড়াবে খেলা। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পূবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (পিকেএসপি) অনুশীলন করছে তামিমের দল ফরচুন বরিশাল। সেখানেই বৃহস্পতিবার সংবাদমাধ্যমে কথা বলেন তামিম।
সংবাদ সম্মেলনে তামিমকে প্রশ্ন করা হয়, তিনিও কি মাশরাফী-সাকিবের মতো রাজনীতিতে আসবেন কি না। জবাবটা একটু ঘুরিয়ে-ফিরিয়ে দেন বাংলাদেশ ওপেনার। তিনি বলেন, ‘ভাই, এটা খুব রিস্কি একটা কথা। এখন আমি না বললাম। পরে দেখা গেলো ১০ বছর হলো, তখন আপনি এটা ধরে দেখিয়ে দেবেন যে আমি না বলেছিলাম।’
ড্যাশিং ওপেনার যোগ করেন, ‘কখনোই কোনো কিছুকে না বলা ঠিক না। তবে এই মুহূর্তে (রাজনীতি নিয়ে) আমার কোনো পরিকল্পনা নেই।’
শতভাগ ফিট না থাকায় বিশ্বকাপ খেলা হয়নি তামিমের। শুরু হচ্ছে বিপিএল। তার আগে কি পুরো প্রস্তুত এ ওপেনার? তামিম বলেন, ‘পৃথিবীতে কোনো ক্রিকেটার বা খেলোয়াড় বলতে পারবে না সে শতভাগ ফিট। ৯০ শতাংশ ফিট থাকে, ৭০-৮০ শতাংশ ফিট থাকে। সবার কম বেশি চোট থাকে। তার মানে এটা না যে সে খেলবে না।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply