এসএসসি পরীক্ষার সঙ্গে সমন্বয় রেখে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের দাখিল পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৪ মার্চ। ১৬ মার্চ থেকে ২১ মার্চ পযন্ত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (২৪ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসানের সই করার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের রুটিন অনুযায়ী ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে ২০২৪ সালের ফেব্রুয়ারির ১৫ তারিখ। আর পরীক্ষা শেষ হবে একই বছরের ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।
Dakhil-Exam-Routine-2024
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply